
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির নোয়াখালী জেলা আহ্বায়ক কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগের ঢেউ উঠেছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে কমিটি প্রকাশিত হওয়ার পর একে একে ৩১ জন নেতা পদত্যাগ করেছেন বলে জানা যায়। বুধবার (১২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদ্য ঘোষিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত, যিনি প্রথম পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।
সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে ছিলেন নুর আলম, আর সদস্যসচিব হিসেবে শিহাব উদ্দিন।
সংগঠন সূত্র জানায়, কমিটি ঘোষণার পর প্রথম পদত্যাগের ঘোষণা দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত। এরপর যুগ্ম সদস্যসচিব জহির আহমেদ ছাড়া বাকি যুগ্ম সদস্যসচিব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও অন্যান্য পদধারীরা ধারাবাহিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারীরা অভিযোগ করেছেন, তৃণমূলের নিবেদিতপ্রাণ নেতা-কর্মীদের গুরুত্ব না দিয়ে কেন্দ্রীয় লবিংয়ের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। এতে প্রকৃত ত্যাগী ও মাঠের নেতারা বাদ পড়েছেন।
একাধিক পদত্যাগকারী নেতা বলেন, “আমরা সংগঠনের প্রতি অনুগত, কিন্তু অন্যায় ও পক্ষপাতদুষ্ট কমিটিতে থেকে আমাদের আদর্শের সঙ্গে আপস করা সম্ভব নয়।” পদত্যাগকারীদের মধ্যে শহীদ পরিবারের সদস্য ও জুলাই আহত যোদ্ধারাও রয়েছেন।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত বলেন, “আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি, কিন্তু এখন আমরা বৈষম্যের শিকার। কেন্দ্রীয় নেতারা পছন্দের লোক দিয়ে কমিটি করেছেন। তাই পদত্যাগের হিড়িক পড়েছে। এই কমিটি আর টিকে থাকা সম্ভব নয়।”
তিনি আরও জানান, ৪১ সদস্যের মধ্যে ইতিমধ্যেই ২৩ জন পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সদস্যসচিব, মুখ্য সংগঠক, শহীদ পরিবারের সদস্য ও জুলাই আহত যোদ্ধারা রয়েছেন। তিনি জানান, সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হবে।
কেন্দ্রীয় যুবশক্তির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “কমিটি গঠনের আগে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, কিন্তু চূড়ান্ত তালিকা সেই অনুযায়ী হয়নি। তৃণমূলের ক্ষোভ আমরা জানি, বিষয়টি কেন্দ্রীয়ভাবে পর্যালোচনা করা হবে।”